ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা চায় মালিক সমিতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা চায় মালিক সমিতি ...

চট্টগ্রাম: বাংলাদেশে অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা প্রণয়নসহ ৫ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি।

বুধবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন তারা।

এসময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন দুর্যোগে অ্যাম্বুলেন্স নিয়ে বিনা টাকায় সার্ভিস দিয়ে সরকারের কাজে সহযোগিতা করেছি। কিন্তু এখনো আমাদের বেশ কিছু দাবি বাস্তবায়ন হয়নি।

দেশের সকল রাস্তা, সেতু ও ফেরিতে অ্যাম্বুলেন্স টোল ফ্রি বাস্তবায়ন চাই। বাংলাদেশ সরকারের সকল কাজে সহযোগিতা করতে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য অনুরোধ জানাচ্ছি।

দাবিসমূহ হলো- বাংলাদেশে অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা প্রণয়ন, আয়কর মুক্ত/বাণিজ্যিক রেজিস্ট্রেশন দেওয়া, দেশের সকল রাস্তায় প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, অ্যাম্বুলেন্সে আটটি আসন অনুমোদন এবং সকল হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিং এর ব্যবস্থা রাখা।

মানববন্ধনে চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমানুল্লাহ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আরিফ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রহিম মহাজন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।