ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে মারামারি, পুলিশসহ আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
বাঁশখালীতে মারামারি, পুলিশসহ আহত ৩ ...

চট্টগ্রাম: বাঁশখালী থানার কালীপুর ইউনিয়নের গুনাগরীতে দুপক্ষের মধ্যে মারামারিতে এক পুলিশের সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- পুলিশের কনস্টেবল ওসমান গনি রুবেল (৩৪), নাছির উদ্দিন (২০) ও মো. আজিম।  

জানা যায়, গুনাগরী বাজারে একটি মুরগির দোকান নিয়ে জামশেদ ও ইলিয়াছের মধ্যে বিরোধ চলছিল।

এর জের ধরে শুক্রবার (২১ অক্টোবর) জামশেদের মামা কালীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীরের ওপর হামলা চালায় ইলিয়াছের লোকজন। এ ঘটনার জের ধরে বুধবার সকালে জাহাঙ্গীরের এলাকার লোকজন প্রতিবাদ মিছিল বের করলে সাদা পোশাকে পুলিশ বাধা দেয়। এ সময় জাহাঙ্গীরের প্রতিপক্ষরাও পুলিশের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়।

রামদাসহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কিবরিয়া বাংলানিউজকে বলেন, দুপক্ষের মারামারিতে আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।