ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিভাসুতে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
সিভাসুতে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা ...

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পোষাপ্রাণীর পুষ্টি এবং ছোট প্রাণীর প্রজনন বিষয়ে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সিভাসুর (জনসংযোগ ও প্রটোকল) বিভাগের উপ-পরিচালক খলিলুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সিভাসুর ভেটেরিনারি ক্লিনিক্সের পরিচালক প্রফেসর ড. মো. রায়হান ফারুকের সভাপতিত্বে শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিভাসু অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হবে।

এতে প্রধান পৃষ্ঠপোষক থাকবেন একুশে পদকপ্রাপ্ত সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদ্রাজ ভেটেরিনারি কলেজের (এমভিসি) ডিন ড. আর করুণাকরণ, সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন এবং মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. আজিজুন্নেসা। স্বাগত বক্তব্য দেন কর্মশালা আয়োজক কমিটির সভাপতি ও সিভাসুর মেডিসিন ও সার্জারি বিভাগের প্রফেসর ড. ভজন চন্দ্র দাস।

সিভাসু এবং সিভাসুর ঢাকাস্থ টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল ও রিসার্চ সেন্টারে কর্মশালায় রিসোর্সপারসন হিসেবে থাকবেন মাদ্রাজ ভেটেরিনারি কলেজের (এমভিসি) ডিন ড. আর করুণাকরণ এবং এমভিসির পরিচালক (ক্লিনিক্স) ড. টি সাথিয়ামূর্তি।

সপ্তাহব্যাপী কর্মশালায় সিভাসুর ডিভিএম-৪০২ (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ব্যাচ, এমএস এবং পিএইচডির শিক্ষার্থীরা অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।