ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফ্যাশন শোতে শীতের পোশাক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
ফ্যাশন শোতে শীতের পোশাক ...

চট্টগ্রাম: প্রকৃতিতে শীতের আমেজ পুরোপুরি আসেনি। তবে চলছে শীত উপভোগের প্রস্তুতি।

তারই ধারাবাহিকতায় শীতের পোশাককে প্রাধান্য দিয়ে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে হয়ে গেল জমজমাট ফ্যাশন শো।

রেডিসন ব্লু’র মোহনা বলরুম শুক্রবার (৪ নভেম্বর) রাতে ফ্যাশন সচেতন হাজারো মানুষের মুহুর্মুহু করতালিতে মুখরিত ছিল।

একের পর এক ঝলমলে ফ্যাশন কিউতে নিজেদের সেরা পারফরম্যান্সে মডেলরা মুগ্ধ করেছেন দর্শকদের। ‘বিউটাইন রিভাইব প্রেজেন্টস আর্ট ফ্যাশন অ্যান্ড বিয়ন্ড’ সিজন -৩ ‘উইন্টার অ্যান্ড ওয়েডিং রানওয়ে’ শিরোনামের এ আয়োজনে অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল জাকিয়া বারি মম।  

ফ্যাশন কিউ শুরুর আগে ফিতা কেটে ফ্যাশন প্যারেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান আলম শেঠ, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক,  সেম ইউপিভিসি ও র‌্যাংকস এফসি প্রপার্টিজের পরিচালক মাহবুব তানভীর, চট্টগ্রাম উইম্যান চেম্বারের পরিচালক ডা. মুনাল মাহবুব, হাবিব তাজকিরাজের চেয়ারম্যান রুম্মান আহাম্মেদ, ফ্যাশন ব্র্যান্ড আর্টের চেয়ারম্যান মামুন চৌধুরী, আয়োজক লামোর ইভেন্টের সাদ শাহরিয়ার, সাফায়েত সাকি, সাইফ শোয়েব, অ্যাটায়ার ক্লাব বিডি’র ফাউন্ডার আরিফুর রহমান।  

সঙ্গীত তারকা হাসান আরিফের পরিবেশনায় মূল অনুষ্ঠানের সূচনা হয়। এর পর ঢাকা ও চট্টগ্রামের জনপ্রিয় সব ফ্যাশন ব্র্যান্ডের পোশাকে ঢাকা ও চট্টগ্রামের তারকা মডেলরা ১০টি ফ্যাশন কিউতে অংশ নেন। বিউটাইন রিভাইব, আর্ট, ফিট এলিগেন্স. মেগমার্ট, এন্টিক ফ্যাশন, ওয়েস্টউড, অপ্সরা, শেপার, নোয়াইবার পণ্য ও পোশাক উপস্থাপন করেন মডেলরা। কোরিওগ্রাফার ছিলেন আশিকুর রহমান পনি। উপস্থাপনা করেন ইমতু রাতিশ।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।