ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে অস্ত্রসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
বাঁশখালীতে অস্ত্রসহ যুবক আটক ...

চট্টগ্রাম: বাঁশখালীর সরল এলাকায় থেকে ১টি এসবিবিএল এবং ১টি ওয়ান শুটারগানসহ আলমগীর হোসেন হৃদয় (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া আটটার দিকে বিশেষ অভিযান চালিয়ে ১টি এসবিবিএল এবং ১টি ওয়ান শুটারগানসহ  আলমগীর হোসেন হৃদয় নামে এক যুবককে আটক করা হয়েছে।

সে মধ্যম সরল পশ্চিম পাড়া কালু বলির বাড়ির মফিজুল আহমেদের ছেলে।  

তিনি জানান, সরল এলাকায় উদ্ধারকৃত অস্ত্রগুলো দিয়ে হৃদয় স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহার করতো।

 তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।