ঢাকা, রবিবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ মে ২০২৪, ১৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় বাইকচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় বাইকচালক নিহত ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হাটহাজারী থানার বাসস্ট্যান্ড এলাকার এম আলম সিএনজি পাম্পের সামনে ট্রাকের ধাক্কায় সৈয়দ রাসেল (৪০) নামের এক বাইকচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০টা ২৬ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের বিষয়টি হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

ঘটনাস্থলে থাকা নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান বাংলানিউজকে জানান, বাইক ও ট্রাক দুইটিই শহরমুখী ছিল।

ট্রাকের ধাক্কায় বাইকচালক হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকার রাসেল দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি পুলিশ আটক করেছে।  

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad