ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান নাছিরের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
বিএনপির অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান নাছিরের

চট্টগ্রাম: পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করতে সভা করেছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

রোববার (২৭ নভেম্বর)  সকালে টেরীবাজার আন্দরকিল্লা দেওয়ানবাজার হকার্স সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় আ জ ম নাছির বলেন, আওয়ামী লীগ জনগণের সংগঠন। দীর্ঘ প্রায় ১১ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসছেন।

সুতরাং ৪ ডিসেম্বরের মহাসমাবেশে শুধু আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসবেন তা নয়। প্রিয় নেত্রীকে দেখতে চট্টগ্রামের হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবেই চলে আসবে। এতে সভাস্থল ছাপিয়ে আশেপাশের এলাকাও জনসমুদ্রে পরিণত হবে।

তিনি আরও বলেন, বিএনপির অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে। অতীতের মত নাশকতা ও ধ্বংসাত্মক অরাজকতায় তারা যদি জনগণকে জিম্মি করে তাহলে তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

আন্দরকিল্লা, দেওয়ানবাজার, টেরীবাজার হকার্স সমিতির  সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিমের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফর আলী, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মুহাম্মদ হাসনী, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইকবাল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, মহানগর শ্রমিক লীগ নেতা উজ্জ্বল বিশ্বাস, মো. আলমগীর,  হারুনর রশীদ রনি, কামাল উদ্দীন চৌধুরী, মো. বখতিয়ার উদ্দীন, নুরুল আলম লেদু, শেখ মো মহিউদ্দিন।  

সভায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি মো. বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. নুরনবী, সহ সাংগঠনিক সম্পাদক নবাব মিয়া, অর্থ সম্পাদক মো. জিয়া উদ্দীন,  সহ অর্থ সম্পাদক মো. মিজান, প্রচার সম্পাদক মো. আমির প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।