ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এয়ার ইন্ডিয়া পাইলটদের কর্মবিরতি, বরখাস্ত ১০

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মে ৮, ২০১২
এয়ার ইন্ডিয়া পাইলটদের কর্মবিরতি, বরখাস্ত ১০

নয়াদিল্লি: অসুস্থতার কারণ দেখিয়ে ‘গণছুটি’ নেওয়া পাইলটদের বিরুদ্ধে মঙ্গলবার কড়া ব্যবস্থা নিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ ১০ পাইলটকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটি৷ পাশপাশি ‘ইন্ডিয়ান পাইলট গিল্ড’-এর স্বীকৃতিও বাতিল করা হয়েছে।

কাজে না আসা অন্য পাইলটদের মঙ্গলবার সন্ধ্যা ছয়টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

তা না করলে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

যে সব পাইলট অসুস্থ বলে কাজে যোগ দেননি, তাদের স্বাস্থ্য পরীক্ষার এক দল চিকিৎসকও নামিয়ে দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া সূত্রের খবর, অসুস্থ বলে কাজে না আসা পাইলটদের বাড়িতেও চিকিৎসক পাঠানো হচ্ছে।

বোয়িং ৭৮৭-এর ড্রিমলাইনার বিমানের প্রশিক্ষণে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে মঙ্গলবারও কাজে যোগ দেননি রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির পাইলটদের একাংশ ৷ সোমবার ১০০ জন পাইলট কাজে যোগ দেননি৷ এদিনও কমপক্ষে ১০০ পাইলট কাজে যোগ দেননি।

অন্তর্দেশীয় কোনো ফ্লাইট বাতিল না হলেও এর বড় প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে৷ ছয়টি ফ্লাইট বাতিল করায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা৷

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি যে কঠোর অবস্থান নিচ্ছে, তা সকালে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অজিত সিংহের মন্তব্যেই পরিষ্কার হয়ে গিয়েছিল।

তিনি এয়ার ইন্ডিয়ার পাইলটদের কাজে যোগ না দেওয়ার কড়া সমালোচনা বলেন, ‘এভাবে ধর্মঘটে যাওয়া বেআইনি এবং অনুচিত৷ কোনও রকম অসন্তোষ থাকলে আলোচনা করা যেত৷ তাছাড়া বিষয়টি নিয়ে আগেই নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট৷ ফলে এর কী যৌক্তিকতা রয়েছে?’

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ০৮, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।