ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উড়িশায় অপহরণ করে পুলিশকর্মীকে হত্যা করলো মাওবাদীরা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মে ৮, ২০১২

কলকাতা: অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই এক পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করা হল উড়িশায়। তার বুলেটবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ।

অভিযোগের তির মাওবাদীদেরই দিকে৷

উড়িশার ধরমবন্ধ থানার অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর (এএসআই) ক্রুপারাম মাঝি মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন ৷

স্থানীয় সূত্র জানা গেছে, নুয়াপাড়ায় ১০ মাওবাদীর একটি দল মাঝিকে অপহরণ করে। তিনি সিআরপিএফ ক্যাম্পের জন্য পানির ট্যাঙ্কার পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। পথে হামলা চালায় মাওবাদীরা। তার সঙ্গী কনস্টেবলকে ছেড়ে দেওয়া হয়। নুয়াপাড়ার জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। এএসআই হত্যাকে তারই প্রত্যাঘাত বলে মনে করা হচ্ছে।

রাজ্যের শাসকদলের বিজেডি’র বিধায়ক ঝিনা হিকাকাকে প্রায় এক মাস পণবন্দি করে রেখেছিল মাওবাদীরা। গত ২৬ এপ্রিল তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে মাওবাদীরা দুই ইতালিয়ানকে অপহরণ করে পণবন্দি বানায়। অসুস্থতার কারণে একজনকে ছেড়ে দেওয়া হলেও পাওলো বসুস্কোকে আটকে রাখা হয়। ২৯ দিনের বন্দিদশা কাটিয়ে শেষমেশ তাদের মুক্তি মেলে ১১ এপ্রিল।  
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ০৮, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।