ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অসহনীয় বিদ্যুৎ সমস্যা উত্তর-পূর্ব ভারতে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মে ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  তীব্র বিদ্যুৎ সমস্যায় ভুগছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল। এ অঞ্চলের সব ক’টি রাজ্যেই বাড়ছে লোড শেডিংয়ের পরিমাণ।



সাম্প্রতিক ঝড়ে আসামের বীনাপুরে ৪০০ কেভি ক্ষমতা সম্পন্ন দু’টি টাওয়ার ভেঙে পড়েছে। ওই দুটি টাওয়ারের সাহায্যে বিদ্যুৎ ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চল যুক্ত হয় দেশের অন্য অঞ্চলগুলোর সঙ্গে। ওই টাওয়ার দু’টি ভেঙে পড়ায় দেশের অন্য প্রান্ত থেকে বিদ্যুৎ আনা বা নেওয়া যাচ্ছে না। ফলে সমস্যা দেখা দিয়েছে।

তাছাড়া ২২০ কেভি’র একটি বিকল্প ব্যবস্থা ছিল আসামে। সেটির মাধ্যমেও দেশের পূর্বাঞ্চল থেকে বিদ্যুৎ আনা হত উত্তর-পূর্বাঞ্চলে। কিন্তু চাপ বেশি পড়ায় ওই বিকল্প ব্যবস্থাতেও যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে।
তাছাড়া গরম বাড়ছে। গত প্রায় মাস খানেক ধরে উত্তর-পূর্বাঞ্চলের জল বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে উৎপাদন তেমন কিছু হচ্ছে না। কোনো জল বিদ্যুৎ কেন্দ্রই দিনে দুই ঘণ্টার বেশি চালানো যাচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ নিগমের এক ইঞ্জিনিয়ার। জল নেই নদীতে। তাই উৎপাদনও কমেছে বিদ্যুতের।

সব মিলিয়ে এক মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে এখানে।   তাপমাত্রা বাড়ছে প্রতি দিন। আর প্রতি দিন বাড়ছে লোড শেডিংয়ের সময়সীমা। আগরতলায় দিন দুপুরেই ২-৩ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। আসামের বহু জায়গায় দিনে ৩-৪ ঘণ্টা মাত্র বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে।

ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী মানিক দে জানিয়েছেন, এ অবস্থা কাটিয়ে উঠতে আরও চার/পাঁচ দিন সময় লাগবে।

বাংলাদেশ সময় : ১২৩০ ঘণ্টা, মে ১০, ২০১২

তন্ময় চক্রবর্তী / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।