ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় জাহাজে আগুন, ১০ কেবিন ভস্মিভূত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মে ১৫, ২০১২

কলকাতা: ভারতের দ্বীপরাজ্য আন্দামানগামী এমভি হর্ষবর্ধন জাহাজে অগ্নিকাণ্ডে ১০টি কেবিন পুড়ে গেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কলকাতার খিদিরপুর ডকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



জানা গেছে, খিদিরপুর ডকে ১৮ দিন ধরে জাহাজ সারাইয়ের কাজ চলছিল। ২৪ মে জাহাজটির আন্দামানে যাওয়ার কথা। কেবিনে ক্যাপ্টেনের ঘরে কাগজপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

দমকলবাহিনী প্রাথমিকভাবে জানায়, সারাইয়ের সময় আগুনের ফুলকি থেকেই কেবিনে আগুন লাগে।

পোর্ট ট্রাস্ট ও রাজ্য দমকলবাহিনীর ৬টি ইউনিটের চেষ্টায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।

অগ্নিকাণ্ডের সময় যেসব কর্মীরা জাহাজের ভেতরে ছিলেন তাদের নিরাপদে বের করে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।