ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা বিধানসভার ওয়েবসাইট প্রকাশ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১২
ত্রিপুরা বিধানসভার ওয়েবসাইট প্রকাশ

আগরতলা (ত্রিপুরা) :  ত্রিপুরা বিধানসভা ঢুকে গেল ডটকমের দুনিয়ায়।

এখন থেকে রাজ্য বিধানসভার সমস্ত তথ্য জানা যাবে ওয়েবসাইটের মাধ্যমে।

বিধানসভার সমস্ত প্রশ্ন-উত্তর, জবাব, এমনকি বিধানসভায় যা আলোচনা হচ্ছে সব দেওয়া থাকবে এই ওয়েবসাইটে।
এখন এক ক্লিকেই জানা যাবে বিধানসভার বিভিন্ন তথ্য।

ত্রিপুরা বিধানসভার ওয়েবসাইটটি হল www.tripuraassembly.nic.in ।

বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ ওয়েবসাইট প্রকাশ সম্পর্কে জানিয়েছেন, প্রযুক্তির কল্যাণে গোটা বিশ্ব এখন একটি গ্রামের চেহারা নিয়েছে। রাজ্য বিধানসভার নতুন এ উদ্যোগ রাজ্যকে আরও মানুষের কাছে নিয়ে যাবে। যে কোনো প্রান্তের মানুষ জানতে পারবেন, ত্রিপুরা বিধানসভার যে কোনো তথ্য। তাছাড়া বিধানসভার আলোচনা ও কার্যক্রম অনেক স্বচ্ছ হবে।

উপাধ্যক্ষ ভানু লাল সাহা বলেছেন, রাজ্য বিধানসভার জন্য এটি একটি ঐতিহাসিক দিন।

বাংলাদেশ সময় : ১৪৪৩ ঘণ্টা, মে ১৭, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।