ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছিটমহলে ফের জমি দখলে হামলা, এবার অভিযুক্ত সিপিএম

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মে ১৭, ২০১২
ছিটমহলে ফের জমি দখলে হামলা, এবার অভিযুক্ত সিপিএম

কলকাতা : নলগ্রামের পর এবার কুড়িগ্রাম জেলার ভুরঙ্গামারী থানার অর্ন্তগত মধ্য মশালডাঙা ছিটমহলে বুধবার রাতে একদল বহিরাগত সন্ত্রাসী জমি দখলের উদ্দেশ্যে আক্রমণ চালায়। এ ঘটনায় আহত হন ১০ নারীসহ ৩২ জন।

এর মধ্যে ৩ জন মারাত্মক আহত হয়ে স্থানীয় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, মধ্য মশালডাঙার নাজিরহাটের বাসিন্দা নওশের আলীর জমি দখল নিতে আসে সন্ত্রাসীরা। এ সময় ছিটমহলটির বাসিন্দারা বাধা দিলে তাদের মারধর করে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে নাজিরহাট-১ গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান সুধীর বিশ্বাসের লোকজন এ ঘটনা ঘটান।

মাথায় ও বুকে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছিটের বাসিন্দা বৃদ্ধ জয়নাল আবেদিন, সৈয়দ আলী ও আজিবর রহমান।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলামের হাত দিয়ে ভারতে নিযুক্ত হাইকমিশনার তারেক এ করিমের কাছে স্মারকলিপি দেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত।

তিনি বলেন, এ ঘটনায় দুই দেশের সমন্বয়ে অভিযান চালিয়ে দোষীদের গ্রেফতার না করা হলে আগামীতে এ সমস্যা ভয়াবহ আকার ধারণ করবে। কারণ, সন্ত্রাসীরা অপরাধ করে ছিটমহলে আশ্রয় নিচ্ছে।

বাংলাদেশ সময় : ২০০২ ঘণ্টা, মে ১৭, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।