ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ইতালি দূতাবাসের কর্মকর্তাকে পুলিশের হেনস্থা!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, মে ২০, ২০১২

কলকাতা : মারধর ও ছিনতাইয়ের অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে মার খেলেন ইতালিয় দূতাবাসের কর্মকর্তা ও তার ছেলে৷ অভিযোগের তীর কলকাতার কড়েয়া থানার পুলিশের বিরুদ্ধে৷

অভিযোগ অস্বীকার করে পুলিশের পাল্টা দাবি, ওই কর্মকর্তা ও তার ছেলেই মত্ত অবস্থায় পুলিশ কর্মীকে মারধর করেছে৷

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে৷ দরগা রোডের বাসিন্দা, ইতালিয় দূতাবাসের কর্মকর্তা জি পি পাল ও তার ছেলের দাবি, কড়েয়ার ডিআই ক্লাবের কাছে গাড়ি পার্কিং করা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে তাদের বচসা শুরু হয়৷ ওই যুবকরা তাদের মারধর করে বলেও অভিযোগ৷

জি পি পালের অভিযোগ, তার ছেলের গলার হারও ছিনতাই করে পালায় তারা৷ জি পি পালের দাবি, এরপর তারা অভিযোগ জানাতে কড়েয়া থানায় গেলে প্রথমে থানার পক্ষ থেকে কোনো সাড়া-শব্দই করা হয়নি৷

অভিযোগ, কড়েয়া থানার গেট বন্ধ ছিল৷ বাইরে থেকে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর এক পুলিশকর্মী বাইরে বেরিয়ে ওই দূতাবাসের কর্মীর ছেলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন৷ থানার দরজা কেন বন্ধ প্রশ্ন করলে তাকে ওই পুলিশ কর্মী মারধর করেন৷
 
যদিও দুর্ব্যবহার এবং মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছে কড়েয়া থানার পুলিশ৷ তাদের পাল্টা দাবি, জিপি পাল ও তার ছেলে দুজনেই মত্ত অবস্থায় ছিলেন৷ তারাই এক পুলিশ কর্মীকে মারধর করেন৷ সেইমতো তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷

এর পাশাপাশি জিপি পালের দাবি মতো হার ছিনতাই ও পুলিশ কর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও দায়ের করেছে কড়েয়া থানার পুলিশ৷  

এদিকে, অভিযোগকারী ইতালিয় দূতাবাসের ওই কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি পুলিশ কমিশনারের দফতরে কথা বলেছেন ৷দফতর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

বাংলাদেশ সময় : ০৪৫০ ঘণ্টা, মে ২০, ২০১২
আরডি/
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।