ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বর্ষপূর্তিতে প্রগতি উৎসবের সূচনা করলেন মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, মে ২০, ২০১২
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বর্ষপূর্তিতে প্রগতি উৎসবের সূচনা করলেন মমতা

কলকাতা : প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাজের ঢালাও প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, কৃষি থেকে শিল্প, শিক্ষা থেকে স্বাস্থ্য- সব ক্ষেত্রেই গত এক বছরে সাফল্যের সঙ্গে কাজ করেছে তার সরকার।



শনিবার কলকাতা বাইপাসে মিলনমেলায় প্রগতি উৎসবে পরিবর্তনের সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণনসহ রাজ্যের মন্ত্রী-আমলারা। এক বছরে সরকারের কাজের খতিয়ান উল্লেখ করে একটি বইও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, সিঙ্গুরের জমি অধিগ্রহণ করেও কৃষকদের ফেরত দিতে না পারায় দুঃখ আছে৷ যতোদিন না জমি ফেরত দেওয়া যাচ্ছে, ততোদিন সিঙ্গুরের ক্ষেতমজুর ও অনিচ্ছুক কৃষকদের পরিবারপিছু এক হাজার রুপি করে ভাতা দেবে সরকার৷

মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় সিঙ্গুরের চাষীদের এখনও জমি ফেরত দেওয়া যায়নি৷ এতেই তার সবচেয়ে বেশি দুঃখ হয়৷

একই সঙ্গে তিনি জানান, সরকার জঙ্গলমহল, আয়লা বিধ্বস্ত এলাকার মতো সিঙ্গুরের অনিচ্ছুক কৃষক ও ক্ষেতমজুরদেরও ২ রুপি কিলো দরে চাল দেবে৷

মুখ্যমন্ত্রী মিলনমেলায় আরো বলেন, ৯৫ হাজার কোটি রুপি বিনিয়োগের প্রক্রিয়া চলছে৷ শিল্পে মাথা তুলে দাঁড়াবে রাজ্য৷

তিনি বলেন, ‘কথায় কথায় বনধ-অবরোধ বরদাস্ত করা হবে না৷ শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন বামেরা ৷কুড়ি বছর পিছিয়ে গিয়েছিল রাজ্য৷ এক বছরে অনেকটা এগিয়েছি৷’

শিল্পের সঙ্গে কৃষিতেও সাফল্যের দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বলেন, পাহাড় থেকে জঙ্গলমহল, শান্তিতেই আছে বাংলা৷ রাজ্যের উদ্যোগকেই মডেল করছে কেন্দ্র৷ মাও-মোকাবিলায় সরকারের ভূমিকার প্রশংসা করেছেন রাজ্যপাল৷

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, মে ২০, ২০১২
আরডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।