ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উড়িষ্যায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মে ২১, ২০১২

কলকাতা : চিকিৎসার জন্য রোগীকে উড়িষ্যা রাজ্যের কটকে নিয়ে যাওয়ার সময় বালেশ্বরে সড়ক দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২ জন।



আহতদের কটকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে উড়িষ্যা রাজ্যের বালেশ্বরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার পালপাড়া গ্রামের শ্রীকৃষ্ণ মাইতির চিকিৎসার জন্য তার পরিবারের ৭ জন একটি মারুতি গাড়িতে করে কটকে যাচ্ছিলেন।

সোমবার সকাল ৭টা নাগাদ বালেশ্বরের কাছে একটি লরির সঙ্গে তাদের মারুতির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শ্রীকৃষ্ণ মাইতি ও মারুতির চালকসহ ৫ জনের মৃত্যু হয়।

২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কটকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, এ দুর্ঘটনার খবর পালপাড়া গ্রামে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। গ্রামের বেশ কিছু মানুষ কটকের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বাংলাদেশ সময় : ১৭৪৩ ঘণ্টা, মে ২১, ২০১২

আরডি/ সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।