ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ সরকারে হ্যাকড ওয়েবসাইটগুলো চালু হয়েছে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, মে ২২, ২০১২

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হ্যাকিংয়ের শিকার ওয়েবসাইটগুলো সোমবার ফের চালু হয়েছে।

গত রোববার সরকারের বর্ষপূর্তির দিনে হ্যাকাররা হানা দেয় রাজ্য সরকারের একাধিক ওয়েবসাইটে।

ফলে সাময়িকভাবে বিকল হয়ে পড়ে সরকারি সাইট- বাংলারমুখ.কম, রাজভবনের সাইট- রাজভবন কলকাতা.জিওভি.ইন ও কলকাতা পুলিশের সাইট- কলকাতা পুলিশ.জিওভি.ইন৷

আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে তাদের পাতায় জানিয়েছে, ভারত সরকার বেশ কিছু সাইট সেন্সর করায় এর প্রতিবাদে বিভিন্ন সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে তারা৷

তবে সাইটগুলো সত্যিই হ্যাক করা হয়েছিল নাকি আচমকা সার্ভার ডাউন হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ৷

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, মে ২২, ২০১২
আরডি/
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।