ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উপনির্বাচনে কংগ্রেসকে সমর্থন করছে আইএনপিটি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ২২, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  ত্রিপুরার নলছড় কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট গঠন করলো ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অব ত্রিপুরা (আইএনপিটি)।

আইএনপিটি ত্রিপুরার উপজাতিদের একটি রাজনৈতিক দল।

আঞ্চলিক দল হিসাবেই তারা পরিচিত। এরা ভোট এলে বরাবরই কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে। এবারের উপনির্বাচনেও তার ব্যতিক্রম হলো না।

আইএনপিটির সভাপতি জগদীশ দেববর্মা জানিয়েছেন, তারা নলছড় কেন্দ্রে তাদের কোন প্রার্থী দেবেন না। কংগ্রেস প্রার্থীকেই তারা তাদের সমর্থন দেবেন।

ত্রিপুরার এই রাজনৈতিক দলটির বিরুদ্ধে বহুবার সন্ত্রাসবাদীদের সহায়তা করার অভিযোগ উঠেছে। তারা রাজ্যের জঙ্গি গোষ্ঠীগুলোর রাজনৈতিক মুখপাত্র হিসাবে কাজ করছে বলেও অভিযোগ রয়েছে।

সেই হিসাবে কংগ্রেস পরোক্ষভাবে ভোটযুদ্ধে সন্ত্রাসবাদীদের সঙ্গে আঁতাত করেছে বলে নির্বাচনী প্রচারে অভিযোগ তুলছে সিপিএম।
   
নলছড় বিধানসভা কেন্দ্রে ভালো সংখ্যায় রয়েছে উপজাতি ভোটার। কংগ্রেস আশাবাদী এদের একটা বড় অংশ এবার তাদের দিকে যাবে। নলছড় কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট এবং কংগ্রেস দুই দলই। তফসিলি জাতি সংরক্ষিত এই আসনে বামফ্রন্টের হয়ে লড়বেন সিপিএম প্রার্থী তপন দাস। কংগ্রেস প্রার্থী দ্বিজেন্দ্র লাল মজুমদার। গত এক সপ্তাহ ধরে দুই প্রার্থীই চষে বেড়াচ্ছেন গোটা নির্বাচনী এলাকা।
 
আগামী ১২ জুন নলছড় বিধান সভা কেন্দ্রের উপনির্বাচন। সিপিএমের বিধায়ক সুকুমার বর্মনের মৃত্যুতে খালি হয় এই আসন। ১৫ জুন হবে উপনির্বাচনের ভোট গণনা।

গত ১০ মার্চ মারা যান বিধায়ক তথা সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুকুমার বর্মন।

১২ জুন ত্রিপুরার একটি আসনের সঙ্গে সারা দেশের মোট ২৬ টি বিধানসভা কেন্দ্রে এবং একটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে।

কংগ্রেস প্রার্থী দ্বিজেন্দ্রলাল মজুমদার নলছড় এলাকায় কংগ্রেস সভাপতি। এলাকায় তার যথেষ্ট পরিচিতি এবং প্রভাব রয়েছে। আর সিপিএম প্রার্থী হয়েছেন তপন দাস, তিনি এলাকার পার্টির অঞ্চল সম্পাদক।

এদিকে, ২০১৩ সালের বিধান সভা নির্বাচনের আগে রাজ্যের প্রধান দুটি রাজনৈতিক দল কংগ্রেস এবং সিপিএম এই উপনির্বাচনকে দেখছে এসিড টেস্টের মতো।

নলছড়ের যে আসনটিতে উপনির্বাচন হবে, সেটি সিপিএমের ‘গড়’ বলে পরিচিত। ১৯৭৭ সাল থেকে এই আসনে কোন দিন হারেনি সিপিএম। যদিও উপনির্বাচনকে হালকাভাবে নিচ্ছে না তারা। প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়েই কংগ্রেসও নেমে পড়ল প্রচারে এবং ভোট যুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ২২, ২০১২
টিসি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।