ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইউপিএ-২ এর রিপোর্ট কার্ডে কেন্দ্র-রাজ্য সমন্বয়ে জোর

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, মে ২৩, ২০১২
ইউপিএ-২ এর রিপোর্ট কার্ডে কেন্দ্র-রাজ্য সমন্বয়ে জোর

নয়াদিল্লি: ইউপিএ-২ তৃতীয় বর্ষপূর্তিতে সরকারের এক বছরের কাজের রিপোর্ট পেশ করে মঙ্গলবার রাতে কেন্দ্র-রাজ্য সমন্বয়েই জোর দিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷

এদিন তিনি বলেন, দুর্নীতি দমনে সরকার সাধ্যমতো চেষ্টা করছে।   বিদ্যুতায়ন, টেলিযোগাযোগ, শস্য উৎপাদনসহ একাধিক ক্ষেত্রে ইউপিএ টু সরকার ভাল করেছে।

একই সঙ্গে তাঁর বার্তা, আরও ভাল করতে হবে৷৷

বিশ্বজোড়া আর্থিক মন্দার মধ্যে দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী৷

এদিন সোনিয়া গান্ধি বলেন, গত এক বছরে অনেক ঝড়ঝাপ্টা সরকারকে সামলাতে হয়েছে৷ তা সত্ত্বেও সরকার তার লক্ষ্য থেকে সরে যায়নি ৷

বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, অনেক সময়ই তারা দায়িত্বজ্ঞানহীনের মতো সমালোচনায় সরব হয়েছেন ৷

তবে, সোনিয়া এদিন দল ও শরিক দলের সাংসদদের মনে করিয়ে দেন, সরকারের কাজের প্রকৃত মূল্যায়ণ হবে ২০১৪-র লোকসভা ভোটেই ৷

এদিন প্রধানমন্ত্রীর ডাকা নৈশভোজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত না থাকলেও তৃণমূলের তরফে দুই কেন্দ্রীয় মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়সহ একাধিক সাংসদ উপস্থিত ছিলেন ৷  

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, মে ২৩, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।