ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ব্যর্থতার কার্ড প্রকাশ করা উচিত কেন্দ্রীয় সরকারের : মানিক সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মে ২৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  সাফল্য নয় ব্যর্থতার কার্ড প্রকাশ করা উচিত বর্তমান কেন্দ্রীয় সরকারের। একথা বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী সিপিএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার।



মঙ্গলবার ইউপিএ সরকারের তিন বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লিতে মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানে সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ করেন।

সরকারের এ রিপোর্ট কার্ড প্রকাশ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মানিক সরকার বলেন, ব্যর্থতার কার্ড প্রকাশ করা উচিত সরকারের।

মানিক সরকার বলেন, এ সরকার নয় শতাংশ প্রবৃদ্ধির কথা বলছে। অথচ এ প্রবৃদ্ধি এখন ঠেকেছে ৬ দশমিক ১ শতাংশে। বাজারে গিয়ে সাধারণ মানুষ জিনিসপত্রে হাত দিতে পারছেন না। পণ্য সামগ্রীর অগ্নিমূল্য। কয়েক বছরে খাদ্যশস্যের দাম দশ শতাংশ বেড়েছে।

মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বলেন, কৃষিতে সংকট চলছে। বাড়ছে কৃষকদের আত্মহত্যার ঘটনা। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না।

গত কয়েক বছরে ঘটা বিভিন্ন দুর্নীতি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, দুর্নীতি রোধে সরকারের কোনো উদ্যোগ নেই। লোকপাল বিল পাস করানোর জন্য উদ্যোগী হচ্ছে না সরকার।

দেশে যে ভাবে বেকারত্ম বাড়ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মানিক সরকার। বলেন, এমন একটা সরকার চলছে যারা সব ক্ষেত্রে ব্যর্থ। তাই এই সরকারের ব্যর্থতার কার্ডই প্রকাশ করা উচিত।
বাংলাদেশ সময় : ১২১৫ ঘণ্টা, মে ২৩, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।