ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নন্দীগ্রাম কাণ্ডে সাবেক ডিজিকে সিআইডির জেরা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মে ২৪, ২০১২

কলকাতা : বিগত বাম সরকারের শাষনামলের নন্দীগ্রাম কাণ্ডে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সাবেক ডিজি অনুপভূষণ ভোরাকে জেরা করছে সিআইডি।

তাকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়।

সেখানেই সিআইডির উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে জেরা করছেন। তাকে জেরা করে নন্দীগ্রামের তেখালি ব্রিজের ওপর থেকে কার নির্দেশে পুলিশ ফাঁড়ি তুলে নেওয়া হয় তা স্পস্ট হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রাম দখলের নামে সিপিএমের ডাকে নন্দীগ্রামে ‘সূর্যউদয়’ অভিযানে ১৪ জন নাগরিকের মৃত্যু হয়। বেশ কয়েকজন নিখোঁজ হন।

ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সিপিএমের ক্যাডার বাহিনী এ অভিযানে সামিল হয়ে নারকীয় হত্যালীলা চালায়।

এ ঘটনার সিআইডি তদন্তে সাবেক সাংসদ লক্ষণ শেঠসহ কয়েকজনের নামে চার্জশিট জমা পড়ে। গ্রেফতারও হন বেশ কয়েকজন। ঘটনার আগের দিন কার নির্দেশে তেখালি ব্রিজ থেকে পুলিশ ফাঁড়ি তুলে নেওয়া হয় তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

ইতিমধ্যেই তৎকালীন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, হলদিয়ার এসডিপিও, স্থানীয় থানার ওসিসহ বেশ কয়েকজনকে জেরা করেছে সিআইডি।

প্রাথমিক ভাবে জানা গেছে, তৎকালীন ডিজির নির্দেশেই ওই পুলিশ ফাঁড়ি তুলে নেওয়া হয়। ডিজি কার অঙ্গুলি হেননে এ নির্দেশ দেন তা নিয়ে মূলত সাবেক ডিজিকে জেরা করা হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

বাংলাদেশ সময় : ১৫৫২ ঘণ্টা, মে ২৪, ২০১২
আরডি/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।