ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে দিল্লিতে কংগ্রেসের কোর কমিটির বৈঠক

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মে ২৫, ২০১২

নয়াদিল্লি: পেট্রোলের মূল্যবৃদ্ধিতে ভারত জুড়ে চলছে প্রতিবাদ। বিরোধী বাম-বিজেপি ছাড়াও ইউপিএ জোট শরিক তৃণমূল, ডিএমকে-এর মত দলগুলিও প্রতিবাদে রাস্তায় নেমেছে।



কার্যত প্রবল চাপের মুখে কংগ্রেস। এই অবস্থায় শনিবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের আগে শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে কোর কমিটির বৈঠকে বসছে কংগ্রেস।

এর আগে অবশ্য পেট্রোলিয়াম মন্ত্রী জয়পাল রেড্ডি ও তাঁর দফতরের অফিসাররা প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠক করছেন।

অনুমান করা হচ্ছে, প্রবল চাপের মুখে বর্ধিত মূল্যের আংশিক প্রত্যাহার করতে পারে কেন্দ্র।

সাউথ ব্লক সূত্রের খবর, বর্ধিত পেট্রোলের দামের উপর থেকে ২ থেকে ২.৫০ রুপি দাম কমাতে পারে কেন্দ্র ।

যদিও রাজনৈতিক চাপের কাছে মাথা নত করে এই দাম কমানো হচ্ছে না বলে কংগ্রেস সূত্রের খবর। এর পুরো কারণটাই অর্থনৈতিক।

কারণ, যে হারে গত কয়েকদিন ডলার পিছু রুপির দাম কমছিল তা থেকে কিছুটা রেহাই মিলেছে এদিন। রুপির দাম কিছুটা বেড়েছে। আবার আন্তর্জাতিক বাজারে আপাতত জ্বালানী তেলের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্র সরকারের এক্ষেত্রে বক্তব্য, এই অর্থনৈতিক কারণেই তেলের দাম কিছুটা কমানো যায় কিনা, সে বিষয়ে তেল বিপণন সংস্থাগুলি সিদ্ধান্ত নেবে।

এদিকে সাধারণ মানুষকে রেহাই দিতে বৃহস্পতিবার কংগ্রেস শাসিত দুটি রাজ্য কেরল ও উত্তরাখন্ড সরকার পেট্রোলের উপর থেকে কর তুলে দিয়েছে। কেরল লিটার প্রতি ১.৬৬ রুপিও উত্তরাখন্ডে ১.৮৭ রুপি কর প্রত্যাহার করে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।