ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আইনজীবীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১২

কলকাতা : আইনজীবীদের প্রতি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  

শনিবার সাউথ ক্যালকাটা ল’ কলেজের নিজস্ব ভবনের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,  ‘রোজগার করুন।

কিন্তু, সমাজের গরিব মানুষেরও পাশেও দাঁড়ান৷রাজ্যের ল’কলেজগুলি আমাদের গর্বের। আইনকে শুধু রোজগারের মাধ্যম না করে এর মধ্যে দিয়ে সমাজসেবা করাও সম্ভব৷’

আইনের ছাত্র-ছাত্রীদের কাছে তিনি অনুরোধ করে বলেন, আইন রোজগারের মাধ্যম হোক৷ কিন্তু এর মধ্যেই অন্তত কিছুটা পরিষেবা যাতে গরিব মানুষ বিনামূল্যে পান, দেখা হোক সেদিকটাও৷

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ফের উল্লেখ করেন, আইনজীবীদের জন্য ভাতা, আবাসন ও বীমা প্রকল্পের ব্যবস্থা করা হবে৷

তিনি বলেন, নতুন এই ভবনের জন্য খরচ হবে ৬ কোটি রুপি৷ খুব দ্রুত এ টাকার সংস্থান করা হবে।

তিনি আরো বলেন, ১ কোটি রুপি দেবে আইন দফতর৷ তৃণমূল সাংসদ সুব্রত বক্সী দেবেন ২৫ লাখ রুপি এবং দমকলমন্ত্রী জাভেদ খান দেবেন ১০ লাখ রুপি৷ মুখ্যমন্ত্রীর তহবিল থেকে দেওয়া হবে ২৫ লাখ রুপি।

অনুষ্ঠানে পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷

বাংলাদেশ সময় : ১৬৩৯ ঘণ্টা, মে ২৬, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।