ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশি ছিটমহল সফরে আসছেন সিপিআই নেতৃত্ব

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, মে ২৮, ২০১২

শিলিগুড়ি: ছিটমহল বিনিময়ের দাবিকে সামনে রেখে এবার আন্দোলনে নামছে ভারতের কমিউনিস্ট পার্টি(সিপিআই)। ইতিমধ্যেই ভারতের লোকসভায় এই ইস্যুতে সরব হয়েছেন দলটির সাংসদরা।



এবার সংসদের বাইরে থেকে চাপ তৈরি করতে বাংলাদেশের ছিটমহলগুলো পরিদর্শনে আসছেন সিপিআই এর রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আগামী ৪ জুন তারা পোয়াতারকুঠি, শিবপ্রসাদ মুস্তাফি, বাকলিছড়া সহ বিভিন্ন ছিটমহল ঘুরে দেখে এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন।

দলটির কোচবিহারের জেলা সম্পাদক পার্থপ্রতিম সরকার বাংলানিউজকে রোববার বলেন, আমরা সংসদের ভিতরে বাইরে এই ইস্যুটি নিয়ে জোরালো আন্দোলন গড়ে তুলতে চাই। আর সেজন্যই এই সফর।

দীর্ঘদিন ধরে চলমান ছিটমহল আন্দোলনে এই প্রথম কোন সর্বভারতীয় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ছিটমহল পরিদর্শনে আসছেন।

এই পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন আন্দোলনরত ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। সংগঠনটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, আমরা তাদের স্বাগত জানাই। ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। ৪ জুন সফররত দলটিকে আমরা ছিটমহল ঘুরিয়ে দেখিয়ে প্রকৃত সমস্যা তুলে ধরা চেষ্টা করব তাদের সামনে।

বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, মে ২৮, ২০১২
আরডি/সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।