ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আইনি জটিলতায় ভারতীয় পণ্যবাহী ট্রাক আসছে না

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
আইনি জটিলতায় ভারতীয় পণ্যবাহী ট্রাক আসছে না

শিলিগুড়ি: বাংলাদেশের আইনি জটিলতা ও বুড়িমারি স্থলবন্দরের অবকাঠামোর সমস্যার কারণে ভারতীয় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশে গম রফতানির জন্য ভারতের হরিয়ানা, পাঞ্জাব থেকে আসা শতাধিক ট্রাক বুড়িমারির অপর পারে ভারতের স্থলবন্দর চ্যারাবান্ধায় দিনের পর দিন দাঁড়িয়ে থাকায় এই সমস্যা দেখা দিয়েছে।



চ্যারাবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মূলচাঁদ বুচ্চা বাংলানিউজকে সোমবার বলেন, এই সীমান্ত দিয়ে বাংলাদেশে গম পাঠানো হচ্ছে। বাংলাদেশ সরকারের নতুন আইনে সমস্যা তৈরি হয়েছে।

এই আইনে বলা হয়েছে, ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে গমসহ বিভিন্ন পণ্য বাংলাদেশের সীমান্তের কোনো গুদামে বাংলাদেশি ব্যবসায়ীরা নামাতে পারবেন না। পণ্য সরাসরি ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশের ট্রাকে ভরতি করতে হবে।

মূলচাঁদ বুচ্চা বলেন, এর আগে ভারতীয় ট্রাক বাংলাদেশের অভ্যন্তরে গিয়ে পণ্য নামিয়ে আবার দিনের দিন ফিরে আসত। কিন্তু নতুন ব্যবস্থায় ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা পর্যাপ্ত সংখ্যক বড় ট্রাকের ব্যুবস্থা করতে না পারায়, ভারতীয় ট্রাকগুলো দুই/তিন দিন ধরে বন্দরে দাঁড়িয়ে থাকছে। এর ফলে তৈরি হচ্ছে ব্যাপক যানজট। এতে ট্রাক মালিক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

তিনি আরও বলেন, ‘ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ভারতীয় ব্যবসায়ীদের। এর ফলে লোকসান বাড়ছে। পণ্য নষ্ট হওয়ার আশঙ্কাও বাড়ছে।

আমরা দুই দেশের সরকারের কাছেই আবেদন করছি, এই সমস্যার সমাধান করুন। ’

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মে ২৮, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।