ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় দু’দিনের শিশু চলচ্চিত্র উৎসব শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মে ২৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  সোমবার দুপুরে আগরতলার নজরুল কলাক্ষেত্রে উদ্বোধন করা হয়েছে দু’দিনের শিশু চলচিত্র উৎসবের।

ত্রিপুরা রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী অনিল সরকার উদ্বোধন করেন এ শিশু চলচিত্র উৎসবের।

উৎসবে মোট সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অনিল সরকার শিশুদের বলেন, ‘নিজের জন্য সেরা হও, মানুষের জন্য আপন হও এবং দেশের জন্য প্রিয় হও। ’ তিনি শিশুদের সংস্কৃতিমনস্ক হবার জন্যও আবেদন জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের পরই প্রদর্শিত হয় শ্যাম বেনেগালের ছবি চরণ দাস চোর।

প্রথম দিনেই আনন্দ প্রেক্ষাগৃহে শিশুদের প্রচণ্ড ভীড় দেখা গেছে।

বাংলাদেশ সময় : ১৯৩২ ঘণ্টা, মে ২৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।