ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দীর্ঘ তাপদাহের পর শুরু হয়েছে বৃষ্টি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মে ২৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  দীর্ঘ দহনের পর রোববার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। সোমবারও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে।



রোববার রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় গরমের যন্ত্রণা কিছুটা কমেছে। রোববার দিনেও তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। সোমবার সকালে এ তাপমাত্রা কমে এসেছে ৩১ ডিগ্রিতে।

প্রায় এক মাস পর বৃষ্টি হল রাজ্যে। গত কিছু দিন ধরে প্রখর রৌদ্র তাপে বাতাসের আর্দ্রতা বেড়ে চলায় গরম অসহনীয় হয়ে উঠছিল।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ৫৫ মিলিমিটার। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টি হচ্ছে স্থানীয় মেঘ থেকে। এখনো মৌসুমি বায়ু রাজ্যে ঢুকতে আরও বেশ কিছুটা সময় লাগবে।

বৃষ্টির সঙ্গে হয়েছে প্রচণ্ড বজ্রপাত এবং ঝড়ো হাওয়া। বজ্রপাতে একজনের আহত হবার খবর পাওয়া গেছে।

এদিকে ঝড়ো হাওয়ায় রাজ্যের বহু জায়গায় ছিড়ে গেছে বিদ্যুৎ এবং টেলিফোনের তার। সোমবার দুপুর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি। রাজধানী আগরতলার বেশ কিছু এলাকায়ও বিদ্যুৎ এবং টেলিফোন ব্যবস্থা অচল হয়ে আছে।

বাংলাদেশ সময় : ১৯৪২ ঘণ্টা, মে ২৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।