ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চ্যাংরাবান্ধা বন্দরের বাণিজ্য অবকাঠামো রির্পোট

শিলিগুড়ি করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মে ৩০, ২০১২
চ্যাংরাবান্ধা বন্দরের বাণিজ্য অবকাঠামো রির্পোট

শিলিগুড়ি: সীমান্তে সার্ক চুক্তি অনুযায়ী বাংলাদেশের বুড়িমারীর অপর পারে চ্যাংরাবান্ধা স্থলবন্দরের বাণিজ্যের অবকাঠামোগত কী কী সমস্যা রয়েছে তার পূর্ণ রির্পোট চেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কোচবিহার প্রশাসন এই রির্পোট পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন জেলাশাসক মোহন গান্ধি।



বুধবার মোহন গান্ধি বাংলানিউজকে বলেন, রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হয়েছিল, অবকাঠামোগত সমস্যা ও সেই সঙ্গে অভিবাসন সংক্রান্ত সমস্যার বিষয়ে। মঙ্গলবার এর পূর্ণাঙ্গ রির্পোট পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই রির্পোটে বলা হয়েছে, চ্যাংরাবান্ধা স্থলবন্দরে প্রবেশপথ, বিশ্রামগার, শৌচালয়, ও পানীয় জলের জন্য তারা কর্মসূচি নিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের বিজিবির আপত্তি সেই কাজ করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, এই স্থলবন্দর দিয়ে সার্ক চুক্তি অনুয়ায়ী ভারত-বাংলাদেশ ও ভুটানের মধ্যে বৈদেশিক বাণিজ্য চলবে তার জন্য এর অবকাঠামোর উন্নয়নের প্রয়োজন।

উল্লেখ্য, বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণও গত সোমবার এই স্থলবন্দরটি পরিদর্শন করেন। এই সময় তিনি অবকাঠামোর কোন ব্যবস্থা না থাকায় বিস্ময় প্রকাশ করেন। এই স্থলবন্দরে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে দুই দেশের মানুষদের দাঁড়িয়ে থাকতে হয়। নেই কোনো শেড, শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মে ৩০, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।