ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

খোলা বাজার থেকে ত্রৈমাসিক ঋণ নেওয়ার দাবি রাজ্য সরকারের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুন ২, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  খোলা বাজার থেকে ত্রৈমাসিক ঋণ নেওয়ার বিষয়টি সুনিশ্চিত করতে রিজার্ভ ব্যাংকের কাছে দাবি জানিয়েছে রাজ্য সরকার। এছাড়া চলতি বছরে দেড় লাখ কিষাণ ক্রেডিট কার্ড সরবরাহ করা এবং সি ডি রেশিও বাড়ানোর কথাও বলেছে রাজ্য।

রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব কে ভি সত্যনারায়ণ রিজার্ভ ব্যাংকের গভর্নর ডি সুব্বারাও’এর সঙ্গে দেখা করে এ দাবি জানান।

কে ভি সত্যনারায়ণ জানিয়েছেন, এ বছর খোলা বাজার থেকে রাজ্য ৬৭৫ কোটি টাকা ঋণ নিতে পারবে। পরিকল্পনা কমিশন এই ঋণের টাকা ঠিক করে দিয়েছে। ঋণ নেওয়া যাবে প্রতি ৩ মাস পরপর। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাংক ঠিক সময়ে বাজারে টাকা সরবরাহ না করলে ঋণ পাওয়া যাবে না। অতীতেও রাজ্য সরকারের এই অভিজ্ঞতা হয়েছে। তাই দাবি করা হয়েছে খোলা বাজার থেকে ত্রৈমাসিক ঋণ নেওয়ার বিষয়টি সুনিশ্চিত করতে রিজার্ভ ব্যাংকের কাছে।

রাজ্যের আর্থিক অবস্থা খুব বেশি ভালো না। ফলে সরকার সময়ে মতো ঋণ না পেলে উন্নয়নমূলক কাজ এবং কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে।

এদিকে জাতীয় ব্যাংকগুলি রাজ্য থেকে যে পরিমাণ টাকা সংগ্রহ করে তার মাত্র ৩০ শতাংশ টাকা রাজ্যের মানুষকে ঋণ দেয়। টাকা সংগ্রহ এবং ঋণ দেওয়ার এই অনুপাতকে বলা হয় সিডি রেশিও। রাজ্যে সিডি রেশিও বাড়ানোর জন্য বহুদিন ধরে চাপ দিয়ে আসছে রাজ্য সরকার। কিন্তু ব্যাংকগুলির তালবাহানার কারণে তা হয়ে উঠছে না। এবার আবার সি ডি রেশিও বাড়ানোর কথা বলেছে রাজ্য সরকার।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ০২, ২০১২
তন্ময় চক্রবর্তী / সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।