ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিহারের মৌলবাদী জঙ্গি নেতা ব্রহ্মেশ্বরের শেষকৃত্যে উত্তেজনা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জুন ৩, ২০১২

কলকাতা : বিহারের মৌলবাদী জঙ্গি সংগঠন রণবীর সেনার প্রধান ব্রহ্মেশ্বর সিংয়ের অন্তিম যাত্রায় শনিবার উত্তেজনা ছড়িয়েছে বিহারের একাংশে।

পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

বেশ কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিল বেরিলি রোড।

ব্রহ্মেশ্বর সিংয়ের মরদেহ পটনা থেকে আরা পর্যন্ত ৪০ কিলোমিটার পথ মিছিল করে নিয়ে যান ভক্তরা। এ্র সময় সড়কে বেশ কয়েকটি গাড়ি ও মোটরবাইকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আগুন দেওয়া হয় পুলিশের গাড়িতেও।

মিছিলের জেরে বেশ কয়েক ঘণ্টা কার্য্যত অবরুদ্ধ থাকে বেরিলি রোড। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকালেও সেরাজ্যের উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা বৈঠক করলেও শেষ পর্যন্ত ঠেকানো যায়নি অপ্রীতিকর ঘটনা। তবে কোনো হতাহতের খবর নেই।

বাংলাদেশ সময় : ০০৩৫ ঘণ্টা, মে ০৩, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।