ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঢাকা থেকে ফিরে ত্রিপুরার শিল্পমন্ত্রীর মুগ্ধতা প্রকাশ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জুন ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  বাংলাদেশ থেকে ফিরে ত্রিপুরার শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী বলেন, ‘ঢাকায় এবার গিয়ে আমি মুগ্ধ। সেদেশের মানুষ চায় ভারতের সঙ্গে ব্যবসা, বাণিজ্য, খেলাধুলা, সংস্কৃতি সব দিক দিয়েই আরও নিবিড় সম্পর্ক হোক।



রোববার দুপুরে জিতেন্দ্র চৌধুরী বিলনীয়ার মুহুরীঘাট চেকপোস্ট দিয়ে ঢাকা থেকে ত্রিপুরায় আসেন। ঢাকায় তৃতীয় ইন্দো–বাংলা বাণিজ্য মেলায় অংশ নেন তিনি।

জিতেন্দ্র চৌধুরী বলেছেন, দুই দেশের সম্পর্ক দিন দিন উন্নত ও মজবুত হচ্ছে। যার প্রভাব শুধু দুই দেশের সরকারের উপরই পড়ছে না, পড়ছে দুই রাষ্ট্রর জনগণের উপরও।

তিনি জানান, ঢাকা যাওয়ার পথে তার আশুগঞ্জে ১০ মিনিটের একটি কর্মসূচি ছিল। কিন্তু সেখানকার মানুষের আবেগ, উচ্ছ্বাস ও আন্তরিকতায় এই অনুষ্ঠান স্থায়ী হয় আড়াই ঘণ্টা।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ থেকেই বোঝা যায় সে দেশের মানুষ আমাদের কত আপন ভাবেন। ’

তিনি জানান, ত্রিপুরার স্থল ও শুল্ক বন্দরগুলোর পরিকাঠামো দেখতে ৯ জুন রাজ্যে আসছে ভারত ও বাংলাদেশের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

উত্তরের ধর্মনগরের রাঘনা থেকে দক্ষিণের সাব্রুম পর্যন্ত সব কটি স্থল ও শুল্ক বন্দর তারা ৯-১০ জুন পরিদর্শন করবেন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুন ০৪, ২০১২

টিসি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।