ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লির বৈঠকে মনমোহনের পক্ষে সোচ্চার সোনিয়া

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুন ৪, ২০১২

নয়াদিল্লি: ভারতে মুদ্রাস্ফীতি, পেট্রোলের মূলবৃদ্ধি, আগামী লোকসভা নির্বাচনসহ একাধিক ইস্যুতে দলের রণকৌশল ঠিক করতে সোমবার দিল্লিতে কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় দিল্লিতে।

এদিনের বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি সোনিয়া গান্ধী।

মন্ত্রীদের পাশাপাশি সব রাজ্য কংগ্রেস সভাপতিদেরও বৈঠকে ডাকেন সোনিয়া গান্ধী।

বৈঠক সূত্রে জানা গেছে, এদিন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার জন্য বিরোধীদল এবং নাগরিক সমাজের তীব্র সমালোচনা করেন সোনিয়া গান্ধী৷

তিনি বলেন, ‘এই সব অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অংশ। ’

সূত্রটি আরো জানায়, আর্থিক সংকটের সময় বেশ কিছু কঠিন সিদ্ধান্তের প্রস্তুতি নিতে কমিটির বিশেষ প্রস্তাব নিয়ে আলোচনা হয় বৈঠকে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।