ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশি ছিটমহল পরিদর্শন করলেন সিপিআইয়ের প্রতিনিধি দল

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুন ৪, ২০১২
বাংলাদেশি ছিটমহল পরিদর্শন করলেন সিপিআইয়ের প্রতিনিধি দল

শিলিগুড়ি : ভারতের অভ্যন্তরে বাংলাদেশি ছিটমহল পরিদর্শন করেছেন সোমবার ভারতের কমিউনিস্ট পার্টির(সিপিআই) পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিনিধিদল।

মঙ্গলবার সকাল ১১টায় সিপিআইয়ের রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদারের নেতৃত্ব ১২ সদস্যর প্রতিনিধিদলটি পোয়াতুর কুঠি ও বাতৃগাছ ছিটে যান।

তাদের সঙ্গে ছিলেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্তসহ অন্যান্য নেতারা।

পোয়াতুর কুঠি ছিটে ২ জন ধর্ষিতা ছিটমহলবাসীর সঙ্গে কথা বলেন দলটির নারী সংগঠনের নেত্রী শ্যামশ্রী ভট্টাচার্য।

এরপর পোয়াতুর কুঠিতে ছিটমহলবাসীদের একটি জনসভায় ভাষণ দেন মঞ্জুকুমার মজুমদার। তিনি বলেন, ‘আমাদের ক্রটি হয়েছে। এ রকম একটি নাগরিক সমস্যা থেকে দূরে সরে গিয়েছিলাম। আমরা সরকারে থেকে যে ভুল করেছি, এখন বর্তমান রাজ্য সরকার তা সজ্ঞানে করছে। ’

তিনি বলেন, ‘আমরা না জেনে পাপ করেছি। আর রাজ্য সরকার জেনে শুনে সে পাপ করছে। আমরা সরকারে থাকাকালীন ১৯৮২ সালে তিন বিঘা সমস্যার সমাধান হয়েছিল। তখন দিল্লিতে আমাদের বিরোধী কংগ্রেস সরকার ছিল। তাদের সিদ্ধান্ত আমরা বিরোধিতা করিনি, উল্টো আমরা সহযোগিতা করেছিলাম। আর এখন তো জোট সরকার, তাহলে হচ্ছে না কেন সমাধান?’

এরপর প্রতিনিধিদলটি বেলা সাড়ে ৩টা নাগাদ বাতৃগাছ ছিটে যান। সেখানে তারা করলা নদীর ভাঙন পরিদর্শন করেন। ছিটের মধ্যে থাকার কারণে এই নদীটির পাড় বাঁধানো যাচ্ছে না। এর ফলে ভারত-বাংলাদেশের কয়েকটি গ্রাম ভাঙনে নদীগর্ভে চলে গেছে।

দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ‘তারা আমাদের এই সমস্যা সমাধানে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তারা এ সমস্যা সংসদে তুলবেন। এবং সামনের রাজ্য বামফ্রন্টের বৈঠকেও আলোচনা করবেন। আমরা এ আন্দোলনকে কলকাতামুখী করতে চাইছি। তারা সর্বোতভাবে সাহায্য করবেন বলেছেন। ’

বাংলাদেশ সময় : ২১২৪ ঘণ্টা, জুন ০৪, ২০১২
আরডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।