ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জোট ভেঙে একক লড়াইয়ের হুমকি তৃণমূলের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, জুন ৬, ২০১২

কলকাতা: রাজ্যে ৬টি পৌরভোটে একক লড়াইয়ে ৪টি পৌরবোর্ডে দখল করার পর এবার প্রয়োজনে রাজ্যে জোট ভেঙে একাই লড়বে বলে মঙ্গলবার ‘হুমকি’ দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রিয় রেলমন্ত্রী মুকুল রায়।

এই হুমকির পাল্টা জবাবও এদিন দিয়েছেন রাজ্য কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

তিনি বলেছেন, একলা চলার ক্ষেত্রে কংগ্রেস অন্তরায় হবে না। প্রয়োজনে তারাও একাই লড়বে রাজ্যে।

এদিন তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয় মুকুল রায় ও রাজ্যের শিল্প-বাণিজ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি।

মুকুল রায় বলেন, ‘তৃণমূল একক শক্তিতে লড়াই করেছে। তাতে ১২৯টি আসনের মধ্যে আমরা জিতেছি ৭২টি আসনে। এর ফলে ফের একবার প্রমাণিত হল, রাজ্যের মানুষের আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অটুট রয়েছে। এবং তা কমেনি। বরং বেড়েছে।

একই সঙ্গে তিনি বলেন, কুপার্স ক্যাম্প বা হলদিয়ায় দল আশাতিত ফল না করায় মোটেও চিন্তিত নয় তারা।

বরং সিপিএমকে খোঁচা দিয়ে মুকুল বাবু বলেন, ‘সিপিএমের আত্মবিশ্লেষণ দরকার। এবার বিরল প্রজাতি হিসাবে প্রমাণিত হবে। আমাদের বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগ মানুষের এই রায়ের ফলে অপ্রাসঙ্গিক হয়ে গেল। একক ভাবে তৃণমূল বাংলার মাটিতে আত্মপ্রকাশ করেছে। কারও সাহায্য ছাড়াই আমরা যে লড়তে পারি, সেটা ফের একবার প্রমাণিত হল’।

এদিন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘কোনও কোনও মহল থেকে সামগ্রিকভাবে তৃণমূলের বিরুদ্ধে এমনকি মমতা ব্যানার্জির নামেও কুৎসা ছড়ানো হচ্ছিল। মানুষ সেই কুৎসার জবাব যোগ্য ভাবে দিয়েছেন’।

অন্যদিকে প্রদীপ ভট্টাচার্য বলেন, যেখানে কংগ্রেস শক্তিশালী ছিল, সেখানে জিতেছি৷ আমরা জোটের বিপক্ষে নই । কিন্তু, তৃণমূল একলা লড়তে চাইলে, প্রস্তুত কংগ্রেসও ৷আগামী দিনে ছোট দলগুলিকে নিয়ে আমরা লড়তে পারবো ৷

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, জুন ০৫, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।