ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিম মেদিনীপুরে তৃণমূল যুবনেতা গুলিবিদ্ধ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জুন ৮, ২০১২

কলকাতা : পশ্চিম মেদিনীপুরের কোতয়ালিতে জমি দখলকে কেন্দ্র করে বচসার জেরে শুক্রবার সকালে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের যুব নেতা শেখ আকবর আলি।

স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে আকবার আলি কয়েকজনের সঙ্গে চায়ের দোকানে বসেছিলেন।

সে সময় কয়েকজন দুষ্কৃতিকারী তাকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোঁড়ে।

গুলি লেগে গুরুতর আহত হন তিনি। বোমার আঘাতে আরও ২ জন আহত হন। তাদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনার পরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে।

এদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সিপিএম আশ্রিত দুষ্কৃতিরাই আকবর আলিকে হত্যার চেষ্টা করে। যদিও সিপিএমের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে এটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জুন ০৭, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।