ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার বাম ফ্রন্ট সরকারের বিরুদ্ধে চার্জশিট দিল কংগ্রেস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার বাম ফ্রন্ট সরকারের বিরুদ্ধে চার্জশিট দিল কংগ্রেস। রাজ্যে বামফ্রন্ট সরকারের গত ১৯ বছরের শাসন নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।

যার নাম দেওয়া হয়েছে ‘ত্রিপুরা বামফ্রন্টের নৈরাজ্য ও অপশাসনের ১৯ বছর। ’

দিল্লির পর এবার আগারতলায় প্রদেশ কংগ্রেস ভবনে ১৯ বছরের বাম রাজত্বের চার্জশিট প্রকাশ করলেন এআইসিসির সাধারণ সম্পাদক লুইজিনহু ফেলেইরো। এসময় পাশে ছিলেন দলের রাজ্যে সভাপতি সুদীপ রায় র্বমন, বিরোধী দলনেতা রতন লাল নাথ, প্রাক্তন কংগ্রেস সভাপতি সমীর রাঞ্জন বর্মন।

ওই বইতে বলা হয়েছে- দেশে যখন ২৭ শতাংশ মানুষ গরীব। তখন ত্রিপুরায় গরীব মানুষের সংখ্যা ৬৭ শতাংশ। এই বিপুল দরিদ্র মানুষ তৈরির জন্য বামফ্রন্ট সরকার-ই দায়ী।

লুইজিনহু ফেলেইরো বলেন, ‘ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে চরম মিথ্যাবাদী বলে আখ্যা দিলেন। ’

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।