ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিংয়ে তৃণমূলে যোগ দিলেন মোর্চার নেতাকর্মীরা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুন ১১, ২০১২

কলকাতা : পাহাড়ে প্রস্তাবিত জিটিএ নিয়ে যখন বির্তক তুঙ্গে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ের গোর্খা জনমুক্তি মোর্চার হাজার খানেক সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷

সোমবার কার্শিয়ংয়ের পানিঘাটায় মোর্চা নেতা বিশাল ছেত্রী, বিন্নি শর্মাসহ হাজার খানেক মোর্চা সমর্থক তৃণমূলে যোগ দেন৷

এর পাশাপাশি সুবাস ঘিসিং এর ঘনিষ্ঠ জিএনএলএফ নেতা রাজেন মুখিয়াও যোগ দেন তৃণমূলে৷ এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব৷

সদ্য মোর্চা থেকে বেরিয়ে আসা এই  নেতাকর্মীদের অভিযোগ, মোর্চার শীর্ষ নেতৃত্বের খামখেয়ালিপনার জেরে পাহাড়ে উন্নয়নের কাজ আটকে যাচ্ছে৷

এদিকে, তৃণমূলে যোগদানের অনুষ্ঠান ঘিরে কার্শিয়াংয়ে উত্তেজনা তৈরি হয়৷ মন্ত্রী গৌতম দেবকে কালো পতাকা দেখাতে বেশ কয়েকজন মোর্চা নেতা জড়ো হন৷ কিন্তু পুলিশ মন্ত্রীকে ঘুরপথে অনুষ্ঠানস্থলে নিয়ে যান৷ ফলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷

অন্যদিকে জিটিএ নিয়ে মোর্চার শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন করেছেন।

এ নিয়ে সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রী জানান, তিনি চিঠি পেয়েছেন।

আগামী ১৪ জুন তিনি তাদের সঙ্গে বৈঠক করবেন।

তিনি এও জানান, দার্জিলিং এর নাগরিক সমাজের প্রতিনিধিরাও তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। তাদের সঙ্গে তিনি ১৫ জুন মহাকরণে দেখা করবেন।

বাংলাদেশ সময় : ২১৩৩ ঘণ্টা, জুন ১১, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।