ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের ২৬ বিধানসভায় উপনির্বাচন চলছে

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জুন ১২, ২০১২

নয়াদিল্লি: ভারতের ২৬টি বিধানসভা ও একটি লোকসভার উপনির্বাচনে মঙ্গলবার ভোটগ্রহণ চলছে।

দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশের ১৮টি বিধানসভায় মোট ভোটার রয়েছে ৪৬ লাখ।

স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৫ হাজার বুথে ভোটগ্রহণ চলেছে।

ভোটগ্রহণকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ৫০ হাজার পোলিং এজেন্ট নিয়োগ করা হয়েছে। ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১৩৮ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স নিয়োগ করা হয়েছে।

১৬ আসনের কংগ্রেস বিধায়ক ওয়াইএসআর কংগ্রেস প্রধান এবং কাডাপ্পা বিধায়ক ওয়াইএস জগনমোহন রেড্ডির দলে যোগ দেন। গত ডিসেম্বরে নো-কনফিডেন্স মোশান আনা হলে তারা কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেন। সেই ১৬টি আসনেই উপনির্বাচন হচ্ছে।

এদিকে তিরুপতিতে অভিনেতা চিরঞ্জিব রাজ্যসভার সদস্য হওয়ার পর বিধায়ক পদ থেকে অব্যাহতি নেওয়ায় ওই আসনটি খালি হয়। এছাড়া তেলেঙ্গানার পারকল আসনের ওয়াইএসআর কংগ্রেস প্রার্থী কোন্ডা সুরেখা সরে দাঁড়িয়ে জগনমোহন রেড্ডিকে সমর্থন করায় সেখানেও উপনির্বাচন হচ্ছে।

নেল্লোরের সাংসদ ও কংগ্রেস বিধায়করা দলত্যাগ করে জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসে যোগ দেওয়ায় দলত্যাগবিরোধী আইনে আইনসভায় তাদের সদস্যপদ বাতিল হয়।

এই নির্বাচন কংগ্রেস ও রাজশেখর রেড্ডির ছেলের কাছে বড় পরীক্ষা। তবে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া জগনমোহন রেড্ডির প্রতি সাধারণের সহানুভূতির ভোট যেতে পারে ওয়াইএসআর কংগ্রেসের দিকে।

এদিন ত্রিপুরার একটি আসনেও নির্বাচন হচ্ছে। সিপিআইএম বিধায়ক সুকুমার বর্মনের মৃত্যুতে সিপাহিজলা জেলার নলচর বিধানসভা আসনটি খালি হয়। সেখানেও উপনির্বাচন হচ্ছে।

ঝাড়খণ্ডের হাতিয়া কেন্দ্রেও উপনির্বাচন হচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গের ২টি বিধানসভা দাসপুর ও বাঁকুড়া সদরে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ১২, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।