ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সোনিয়া গান্ধীর প্রস্তাব প্রত্যাখ্যান মমতার

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, জুন ১৪, ২০১২

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সোনিয়া গান্ধীর প্রস্তাব বুধবার প্রত্যাখ্যান করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সোনিয়া গান্ধির সঙ্গে দিল্লিতে বৈঠকে এদিন চাপ বজায় রাখতে একযোগে তিন জনের নাম প্রস্তাব আনলেন মমতা ব্যানার্জি।



বৈঠকে সোনিয়ার দেওয়া প্রণব মুখার্জি ও হামিদ আনসারির নাম মমতার কাছে প্রস্তাবিত হওয়ার পরই সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিংহ যাদবের সঙ্গে বৈঠক করেন মমতা।

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে নিজেদের পছন্দের পাল্টা তিন জনের প্রার্থী তালিকা ঘোষণা করে মমতা। এরা হলেন- সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়।

তবে বৈঠকে কংগ্রেসের দেওয়া দুই প্রার্থী ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও বর্তমানে উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা।

এদিন সংবাদ সম্মেলনে নিজের সংক্ষিপ্ত ভাষণে মমতা বলেন, “যে তিন জনের নাম আমরা প্রার্থী হিসাবে তুলেছি, এদের মধ্যে যে কেউ হলে দেশের পক্ষে ভালো হবে। আমরা চাই এমন একজন রাষ্ট্রপতি পদে আসুক, যিনি ওই পদের যোগ্য। ”

এর আগে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দীর্ঘ ৪০ মিনিট ধরে তাদের মধ্যে বৈঠক চলে।

বৈঠক শেষে সাংবাদিকদের মমতা বলেন, “সোনিয়াজির সঙ্গে আমার কথা হয়েছে। কংগ্রেসের তরফ থেকে রাষ্ট্রপতির জন্য প্রণব মুখার্জি ও হামিদ আনসারির নাম প্রস্তাব করা হয়েছে। তবে আমি জানিয়েছি, এই বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। বিষয়টি নিয়ে মুলায়ম সিং যাদব ও দলের সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত নেব। ”

বাংলাদেশ সময়: ০৪২৭ ঘণ্টা, জুন ১৪, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।