ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রাখলো বিজেপি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ১৫, ২০১২

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।

শুক্রবার এনডিএ শীর্ষ নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল।

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বিজেপি’র শীর্ষ নেতা লালকৃষ্ণ আদভানি বলেন, “১৯৬৯ সালের পর রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ফের আলোড়ন উঠেছে। এই পদের জন্য প্রার্থী হিসেবে এনডিএ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। ”

তিনি বলেন, “নির্বাচন এখনও অনেক দেরি আছে। তাই ফের আলোচনায় বসবে এনডিএ। ”

এদিন এই নির্বাচন নিয়ে ইউপিএ জোট সরকারকে খোঁচা দিতে ছাড়েন নি বিজেপি’র এই বর্ষীয়ান নেতা বলেন, “ইউপিএ-র মধ্যে কোনো সমন্বয় নেই। নির্বাচন নিয়ে সরকারের সব দলের সঙ্গেই আলোচনা করা উচিত। ”

এর পাশাপাশি তিনি বলেন, “বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। প্রয়োজনে অ-কংগ্রেসি দলগুলো নিয়েও আলোচনা হতে পারে। ”

এদিকে রাষ্ট্রপতি পদের জন্য কালামের নাম উঠায় তিনি বলেন, “কালামের নাম দু’জন প্রস্তাব করলেই জয় সুনিশ্চিত হয় না। ”

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ১৫, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।