ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অন্ধ্রের উপনির্বাচনে ১৪টি আসনেই হার কংগ্রেসের

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১২

নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কেন্দ্রে কংগ্রেসের বিড়ম্বনার মাঝেই অন্ধ্রের উপ-নির্বাচনে ঘোর বিপাকে জাতীয় কংগ্রেস। অন্ধ্রপ্রদেশের ১৮টি বিধানসভার উপনির্বাচনে জগন মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে কংগ্রেসকে।



মোট ১৮টি আসনের মধ্যে ওয়াইএসআর কংগ্রেস জয় পেয়েছে ১৫টি আসনে। অর্থাৎ ১৮টির মধ্যে ১৫টি আসন পেল জগনের দল। আবার তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) একটি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে, কংগ্রেস ইতিমধ্যেই গত বিধানসভার নিরিখে ১৪টি আসন হারিয়েছে। ৪টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি হায়দরাবাদে জরুরি ভিত্তিতে সমস্ত বিধায়কদের বৈঠকে ডেকেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ১৫, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।