ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতি পদে প্রণব, মন্ত্রিসভা ছাড়বে কংগ্রেস!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, জুন ১৬, ২০১২

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখার্জির প্রার্থিতার বিরোধিতাকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হলো রাজ্য কংগ্রেসের।

শুক্রবার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে এ ঘটনায় রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস বিধায়রা।



এই পরিস্থিতিতে মন্ত্রিসভায় থাকা তাদের পক্ষে অস্বস্তিকর বলে জানিয়ে দিয়েছেন কংগ্রেস বিধায়রা। সরাসরি রাজ্য মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসারও দাবি তোলেন তারা।

বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার অনুমতি চেয়ে সোনিয়া গান্ধীকে চিঠি দেবে প্রদেশ কংগ্রেস। একইসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করাররও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কংগ্রেস।

এমনকি বিধানসভার মধ্যেও সরকার বিরোধিতার সুর আরও চড়া করা হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কংগ্রেস।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, জুন ১৬, ২০১২
আরডি/
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।