ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রণব নিশ্চিত, তারপরও রাষ্ট্রপতি নির্বাচনে লড়াইয়ে সাংমা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০১২

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জির নাম প্রায় নিশ্চিত হয়ে গেলেও এখনই নির্বাচনী লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ সাবেক লোকস্পিকার পি এ সাংমা।
 
পি এ সাংমা বলেছেন, তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ গ্রহণ করবেন।

তিনি সাংবাদিকদের জানান, একমাত্র তিনিই নিশ্চিত প্রার্থী, অন্যান্যরা অনিশ্চিত প্রার্থী। এপিজে আবদুল কালাম এখনও অনিশ্চিত।

ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা সাংমা বলেন, `আমি এই দৌঁড়ে অংশ নিচ্ছি। আমি এই দৌঁড়ে থাকব। কারণ আমি এনসিপি-র প্রার্থী হিসেবেই দাঁড়াবো না। আমি দেশের ১০ কোটি আদিবাসীর প্রতিনিধি হয়ে দাঁড়াবো। `

সাংমা আরো বলেন এআইএডিএমকে জয়ললিতাই শুধু তাকে সমর্থন করবে না, বিজেডির নবীন পট্টনায়কও সমর্থন করবে বলে জানিয়েছে।

এছাড়া আরও অনেক দলই তাকে সমর্থন করবেন বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ১৬, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।