ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জিটিএ নিয়ে মোর্চা-মমতা বৈঠকে নতুন কমিটি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১২

কলকাতা: জিটিএ নিয়ে সাবেক বিচারপতি শ্যামল সেন কমিটির রিপোর্টের বাস্তবতা যাচাই করার জন্য ৩ সদস্যের ‘ফ্যাক্ট ভেরিফিকেশন কমিটি’ তৈরি করবে রাজ্য সরকার।

শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান।



শনিবার দুপুরে শ্যামল সেন কমিটির রিপোর্ট নিয়ে মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্ব। বৈঠকে যোগ দিতে এদিন সকালে রোশন গিরির নেতৃত্বে শহরে আসে মোর্চার ২১ সদস্যের প্রতিনিধি দল।

তবে এই প্রতিনিধি দলে নেই গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীসহ উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধায়, অমিত মিত্র, সুব্রত মুখার্জি, মণীশ গুপ্ত, মুখ্য সচিব সমর ঘোষ এবং স্বরাষ্ট্র সচিব বাসুদেব ব্যানার্জি।

নতুন কোনো কমিটি নয়, মুখ্যমন্ত্রীর কাছে মোর্চা যে সরাসরি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির রিপোর্টকে খারিজ করারই দাবি জানিয়েছে সেকথাও স্পষ্ট জানান মোর্চা নেতা রোশন গিরি।

তিনি বলেন, “তারা নির্বাচন নিয়ে কথা বলতে এখানে আসেন নি, শ্যামল সেন কমিটির রিপোর্ট খারিজের দাবি নিয়ে এসেছেন। কারণ সেটি পক্ষপাতদুষ্ট ও একপেশে। এ আলোচনায় তারা সন্তুষ্ট নন। এ আলোচনার বিষয় তারা মোর্চার সভাপতি বিমল গুরুংকে জানাবেন। এরপর তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তারা জানাবেন। ”

যদিও জুলাই মাসে পাহাড়ে নির্বাচন হবে বলে সরকার জানিয়েছে।

শ্যামল সেনের নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট প্রকাশের পর প্রস্তাবিত জিটিএ-তে তরাই ও ডুয়ার্সের মাত্র ৫টি মৌজার অন্তর্ভূক্তি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছে মোর্চা। সে বিষয়ে জট কাটাতেই এদিনের বৈঠক ডাকা হয়।

এদিকে সকালে শিয়ালদহ স্টেশনে নেমে রোশন গিরি বলেন, “মোর্চা যে কমিটির রিপোর্ট মানছে না, তা আজকের বৈঠকে স্পষ্ট জানানো হবে মুখ্যমন্ত্রীকে। ”

তবে দার্জিলিং পাহাড় ও সংলগ্ন তরাই-ডুয়ার্সে নতুন করে অশান্তির সম্ভাবনা উড়িয়ে দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।