ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করতে পারেনি এনডিএ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুন ১৭, ২০১২

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিরোধী জোট এনডিএ। শনিবারের পর রোববারও সকাল সাড়ে ১১টা নাগাদ বিজেপির প্রবীণ নেতা এল কে আদভানির বাড়িতে বৈঠকে বসে এনডিএ।

 

এদিন প্রায় ২ ঘণ্টার বৈঠক চলার পর জেডিইউ নেতা শারদ যাদব জানান, রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী দেবে নাকি প্রণব মুখার্জিকে সমর্থন করবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এনডিএ।

এ বিষয়ে আদভানি এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলেও এদিন জানান শারদ যাদব। আলোচনা করা হবে এনডিএতে নেই এরকম রাজনৈতিক দলের সঙ্গেও।

রোববার এনডিএ’র বৈঠকের আগে আদভানির বাড়িতেই বিজেপি কোর গ্রুপের বৈঠক বসে। সেখানে একপ্রস্থ আলোচনা সারেন সুষমা স্বরাজ, নীতিন গড়করি, অনন্ত কুমার প্রমুখ।

তবে এদিন বৈঠকে উপস্থিত ছিল না এনডিএ’র অন্যতম জোট শরিক শিবসেনা।

রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া নিয়ে বিজেপির শনিবার কোর গ্রুপের বৈঠকের পর তাদের দ্বিধাবিভক্ত ছবিটা প্রকট হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ এ বৈঠকে এ দিন উপস্থিত হননি রাজনাথ সিং, অরুণ জেটলি, বেঙ্কাইয়া নাইডু, মুরলী মনোহর যোশীর মত নেতারা।

বিজেপি সূত্রে জানা গেছে প্রণব মুখার্জির বিরুদ্ধে কোনো প্রার্থী দেওয়ার বিপক্ষে তারা। কিন্তু এটা মানতে পারছে না নীতিন গড়করি ও লালকৃষ্ণ আদভানি শিবির। নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী হলেও প্রার্থী দেওয়ারই পক্ষপাতী তারা।

এর কারণ, ২০১৪ লোকসভা নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী না দিলে তা হিতে বিপরীত হতে পারে বলেই আশঙ্কা করছেন গড়করি-আদভানিরা। বিজেপির শনিবারের বৈঠক তাই শেষপর্যন্ত নিষ্ফলই থেকে যায়।

এই পরিস্থিতিতেই রোববার লালকৃষ্ণ আদভানির বাড়িতে ফের বৈঠকে বসে এনডিএ। প্রণব মুখার্জির বিরুদ্ধে প্রার্থী দেওয়া নিয়ে মতভেদ রয়েছে এনডিএতেও।

অকালি দল, জেডিইউ মনে করছে এ পরিস্থিতিতে প্রণব মুখার্জির বিরুদ্ধে প্রার্থী দেওয়া উচিত নয়। কিন্তু আর এক এনডিএ শরিক উড়িষ্যার বিজু জনতা দল জানিয়েছে দেশের সর্বোচ্চ পদে পি এ সাংমাকে দেখতে চায় তারা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ১৭, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।