ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় পাঁচ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, জুন ২০, ২০১২

আগরতলা (ত্রিপুরা): পাঁচ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করেছে ত্রিপুরার বামফ্রন্ট সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রী সভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



এ বছর জুলাই মাসের এক তারিখ থেকে অতিরিক্ত পাঁচ শতাংশ মহার্ঘভাতা পাবেন ত্রিপুরা সরকারের কর্মচারীরা। এ বছর জানুয়ারি মাসেই ৩ শতাংশ মহার্ঘভাতা দিয়েছিল রাজ্য সরকার।

অর্থ মন্ত্রী বাদল চৌধুরী জানিয়েছেন, সরকারের কর্মচারী ছাড়াও যারা পেনশন পান তারাও পাবেন পাঁচ শতাংশ হারে মহার্ঘভাতা। সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরাও এই মহার্ঘভাতার সুবিধা পাবেন। সব মিলিয়ে ২লাখ কর্মচারী এবং পেনশনার এতে উপকৃত হবেন। সরকারের বার্ষিক অতিরিক্ত খরচ হবে প্রায় ১৫৪ কোটি টাকা। এ বছর অতিরিক্ত খরচ হবে ১১৫ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ০১২৫ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।