ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঋণে জর্জরিত ইউরো অঞ্চলকে আর্থিক সাহায্য দেবে ভারত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ২০, ২০১২

নয়াদিল্লি: আর্থিক ঋণে জর্জরিত ইউরো-অঞ্চলকে বাঁচাতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ভারত।

ইউরো-অঞ্চলের আর্থিক সঙ্কটের প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা মোকাবিলার জন্যই ভারত এই সাহায্য দিচ্ছে।



ইউরো অঞ্চলকে বাঁচাতে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার (আইএমএফ) ৪৩০ বিলিয়ন ডলারের যে অতিরিক্ত তহবিল গঠন করেছে তাতে ১০ বিলিয়ন ডলার দেবে ভারত। একথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

আর্থিক সঙ্কটে জেররার ইউরোপীয় দেশগুলিকে সাহায্যের জন্য আইএমএফে অর্থ জোগানের আবেদন জি-২০ সম্মেলনে উঠেছে। এ ব্যাপারে ভারত, রাশিয়া, ব্রাজিল, চিন ও দক্ষিণ আফ্রিকা- এই পাঁচটি দেশকে নিয়ে গঠিত ব্রিকস্ আইএমএফ-এর বিশেষ তহবিলে ৬০ বিলিয়ন ডলার সাহায্য দেবে।

অন্যদিকে, কোষাগার ঘাটতি কমিয়ে আনতে ভর্তুকির পরিমাণ নিয়ন্ত্রনে আনাসহ কঠোর আর্থিক পদক্ষেপ নিতে ভারত বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

লস কাবোসে জি-২০-র সপ্তম শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানিয়েছেন।

আর্থিক বৃদ্ধির হারে সাম্প্রতিক অবনমন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মনমোহন সিং বলেছেন, ভারতীয়রাও আর্থিক বৃদ্ধির হারের উচ্চহার এবং দ্রুত কর্মসংস্থানের পথে ফিরে আসার দিকে তাকিয়ে রয়েছেন।

ভারতে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আনতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মনমোহন বলেছেন, ‘২০০৮-এর ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ভারতও কোষাগার ঘাটতির ওপর নিয়ন্ত্রন শিথিল করেছিল। কিন্তু এখন এই ঘাটতি হ্রাস করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য ভর্তুকি ছাঁটাইসহ অনেক কঠোর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এবং তা করতে ভারত বদ্ধপরিকর। ’

আর্থিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে অভ্যন্তরীণ বাধ্যবাধকতা অনেক ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে বলে স্বীকার করে নিয়েছেন তিনি। এক্ষেত্রে ভুল শুধরে নেওয়ার প্রয়াস সরকার করছে বলেও জানিয়েছেন মনমোহন।

বৃদ্ধির হারে সাম্প্রতিক অবনতি সত্বেও ভারতীয় অর্থনীতির ভিত্তি মজবুত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারত শিগগিরই বার্ষিক ৮-৯ শতাংশ বৃদ্ধির হারের পুরানো জায়গায় ফিরে আসবে বলেও আস্থা প্রকাশ করেছেন তিনি।

মনমোহন তার বক্তৃতায় ভারতীয় অর্থনীতির শ্লথ গতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত ব্যক্ত করেছেন।

সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ জি-২০-র প্রথম সারির নেতৃবৃন্দ যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ২০, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।