ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে মাওবাদীদের হাতে জিম্মি স্টেশনমাস্টার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুন ২০, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের বর্ধমানের আসানসোলের জেসিডি-ঝাঁঝা স্টেশনের মাঝে ঘোড়পাড়নের স্টেশনমাস্টার ও এক রেলকর্মীকে বুধবার সকালে অপহরণ করে নিয়ে যায় মাওবাদীরা।

সকালে সাড়ে ১০টা নাগাদ এ ঘটনা ঘটে।

ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে। তারা সবুজ সঙ্কেত দিলে এলাকা দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। অপহৃত দুই রেলকর্মীর খোঁজ চলছে।

বিহার ও ঝাড়খণ্ডের সীমান্তে এ এলাকা অবস্থিত। প্রকাশ্য দিবালোকে ১৫-২০ জন মাওবাদী হামলা চালায় ঘোড়পাড়ন স্টেশনে। তারা স্টেশনমাস্টার বিজয়কুমার ও দুখন মাহাতোকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়।

এর ফলে দিল্লি-হাওড়া মেইন লাইনে ট্রেন চলাচল  ব্যহত হচ্ছে। আসানসোলে স্টেশনে দাঁড়িয়ে আছে অকাল তখত এক্সপ্রেস।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ২০, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।