ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে অপহৃত স্টেশন মাস্টারকে মুক্তি দিল মাওবাদীরা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, জুন ২১, ২০১২

কলকাতা: অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন জসিডি-ঝাঝা সেকশনের পশ্চিমবঙ্গের স্টেশন মাস্টার বিজয়কুমার। একই সঙ্গেই অপহৃত দুই কুলিকেও মুক্তি দিয়েছে মাওবাদীরা।



বুধবার বিকেলে ঘোড়পাড়ন স্টেশনের অনতিদূরের জঙ্গল থেকে তাদের উদ্ধার করে সিআরপিএফ, আরপিএফ ও পুলিশের যৌথবাহিনী।

এদিনই সকাল সাড়ে ১০টা নাগাদ পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অন্তর্গত জসিডি-ঝাঝা সেকশনের ঘোড়পাড়ন স্টেশনে হামলা চালায় মাওবাদীরা। অপহরণ করে স্টেশন মাস্টার-সহ দুই কুলিকে।

প্রত্যক্ষদর্শী রেলকর্মীরা জানান, ১৫-২০ জনের সশস্ত্র মাওবাদীদের একটি দল এ হামলা চালায়। স্টেশনমাস্টারকে অপহরণের পাশাপাশি এ সময় রেল লাইনে দু’টি বোমাও রেখে যায় তারা।

বিহারের জসিডি থেকে ঝাঝা সেকশনের মধ্যবর্তী অঞ্চলে এর আগেও একাধিকবার নাশকতার ঘটনা ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও ঘোড়পাড়ন স্টেশনে পৌঁছার আগেই ট্রেন থেকে কর্তব্যরত রেল পুলিশের জওয়ানরা নেমে যান বলে অভিযোগ যাত্রীদের।

এ ঘটনার পর ব্যাহত হয় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে লোকাল ও দূরপাল্লার বেশ কিছু ট্রেন।

তবে দ্রুত পরিস্থিতি সামলে অপহৃতদের খোঁজে তল্লাশি অভিযানে নামে যৌথবাহিনী। পাশাপাশি রেল লাইনে ল্যান্ড মাইন পুঁতে রাখার আশঙ্কায় বিহার ও ঝাড়খন্ডে সতর্কতা জারি করে রেল কর্তৃপক্ষ।

শেষ পর্যন্ত স্থানীয় গ্রামবাসীদের সূত্রে বিকেলে খবর আসে, স্টেশনের অনতিদূরের জঙ্গলে অপহৃতদের মুক্তি দিয়েছে মাওবাদীরা।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, জুন ২১, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।