ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতাসহ ৪ মহানগরে ডিজিটাল টিভি পরিষেবার সময়সীমা বাড়লো

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, জুন ২১, ২০১২

নয়াদিল্লি: ভারতের ৪টি মহানগরে ডিজিটাল টিভি পরিষেবা চালু করার সময়সীমা ৪ মাস পিছিয়ে গেল।

এর আগে কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইতে পয়লা জুলাই থেকে ডিজিটাল পরিষেবা বাধ্যতামূলকভাবে চালু করার কথা ছিল।

কিন্তু বুধবার এক প্রজ্ঞাপনে সেই সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

পরিবর্তিত সূচি অনুসারে আগামী ১ নভেম্বর থেকে ডিজিট্যাল পরিষেবা চালু হবে। ভারতের ৪টি মহানগরে এখনই ডিজিট্যাল পরিষেবা চালু করার ক্ষেত্রে প্রস্তুত নয় বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জুন ২১, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।